প্রকাশিত: Sat, Jun 15, 2024 12:37 PM
আপডেট: Mon, Jun 24, 2024 1:28 AM

[১]চুরি চুরিই, রুশ সম্পদ আটকের জন্যে শাস্তি পেতেই হবে বললেন পুতিন

রাশিদুল ইসলাম: [২] জি সেভেন গ্রুপের দেশগুলো ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হবার পর অন্তত ৩শ বিলিয়ন ডলারের রুশ সম্পদ আটক করে রেখেছে। এখন ইউক্রেনকে সেই রুশ সম্পদ থেকে পশ্চিমা দেশগুলো ৫০ বিলিয়ন ডলার ঋণ নিতে সম্মত হয়েছে। এরই প্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, চোর চোরই, শাস্তি পেতেই হবে। আলজাজিরা/আরটি

[৩] রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা দেশগুলোর চুক্তির নিন্দা করে ইউক্রেনকে রুশ সম্পদ হিমায়িত করে ঋণ প্যাকেজ দেওয়ার জন্য এবং প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

[৪] শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে বক্তৃতাকালে পুতিন বলেন, পশ্চিমের নেতারা সম্পদ জব্দ করার জন্য ‘কিছু ধরনের আইনি ভিত্তি’ নিয়ে আসার চেষ্টা করছেন, ‘কিন্তু সমস্ত চালাকি সত্ত্বেও, চোর চোরই। এবং শাস্তি ছাড়া যাবে না।’

[৫] জি সেভেন গ্রুপ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত। 

[৬] ইতালিতে জি সেভেন বার্ষিক সম্মেলনে ঘোষণার পর, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়ার আটক সম্পদ চুক্তি একটি ‘উল্লেখযোগ্য ফলাফল’ এবং ‘পুতিনের কাছে আরেকটি অনুস্মারক যে আমরা পিছিয়ে যাচ্ছি না।’ 

[৭] এ চুক্তির বিস্তারিত আগামী সপ্তাহে চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে এবং বছরের শেষ নাগাদ অর্থ ইউক্রেনে পৌঁছাবে। তবে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার চুক্তিটি প্রত্যাখ্যান করে বলেছিলেন যে এটি ‘কাগজের টুকরো। এই চুক্তিগুলি কিছুই নয়। তাদের আইনী শক্তি নেই।’ সম্পাদনা: এম খান